ইহুদিদের তীর্থযাত্রার সময় শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার (২৫ মে) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কিশোরের নাম গাইথ ইয়ামিন (১৬)। সে উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের বাইরে জোসেফ সমাধির কাছে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি মাথায় লেগে নিহত হয়।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, “ইহুদি উপাসকরা জোসেফের সমাধিতে প্রবেশ করার সময় সেখানে শত শত ফিলিস্তিনি একটি হিংসাত্মক দাঙ্গায় অংশ নেয়।”
এক বিবৃতিতে বলা হয়েছে, “সৈন্যরা তাদের দিকে ছোড়া ফায়ারবোমার দিকে গুলি করে জবাব দিয়ছিল।”
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, চিকিৎসকরা রাবার বুলেটে আহত চারজন, টিয়ার গ্যাসে আহত ৩৬ জন এবং সংঘর্ষের সময় পড়ে আহত হওয়া একজনকে চিকিৎসা দিয়েছি।
ইসরায়েলিদের ওপর হামলার মধ্যে গত তিন মাস ধরে পশ্চিম তীরে উত্তেজনা বেশি ছিল।
মার্চের শেষের দিক থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবদের হামলায় বেসামরিক উনিশ জন, ইসরায়েলের অভ্যন্তরে ১৮ জন এবং পশ্চিম তীরে এক ইহুদি নিহত হয়েছেন।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইসরায়েল এবং পশ্চিম তীরের অভ্যন্তরে বিশেষ করে জেনিনের ফ্ল্যাশপয়েন্ট উত্তর জেলায় অভিযান চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
এ সময় তিন ইসরায়েলি আরব হামলাকারী, একজন পুলিশ কমান্ডো এবং পশ্চিম তীরে ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।