কোভিড-১৯ এর বৈশ্বিক সংক্রমণের পরে বিশ্বব্যাপী নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। এর সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, মাঙ্কিপক্স চিহ্নিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সফটওয়্যার তৈরি করা হচ্ছে।
সফটওয়্যারে যাত্রীদের রোগের সঙ্গে সংশ্লিষ্টতা, রোগী মাঙ্কিপক্স আক্রান্ত দেশে অবস্থানের তথ্য ও রোগী আত্মীয় বা পরিচিত এমন কারো সঙ্গে মিশেছে যার মাঙ্কিপক্স সংশ্লিষ্টতা আছে কিনা সেটার ওপর ভিত্তি করে সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
এই ধরণের রোগীদের বিমানবন্দরে ঢোকার আগেই তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।