পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়ালকে বাঘ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। কাউসার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বৈধ পাশ নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনে মধু আহরণে যান কাউসার। শনিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের নোটাবেকির খেজুরদানা খালের ধারে মধু আহরণ করছিলেন। এ সময় একটি বাঘ তাকে ধরে বনের ভেতর চলে যায়।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডা. শরিফ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, কাউসার মারা গেছেন। এখনও তার হদিস পাওয়া যায়নি। রবিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় বন বিভাগ ও স্থানীয়দের ২৫ জনের একটি দল কাউসারকে উদ্ধারে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, ‘বাঘের আক্রমণে একজন নিহত হয়েছেন। বন বিভাগের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে গেছেন।’