বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী। মেয়েটির অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন রনি। তারপর বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করা হয়।
ওই তরুণী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার দুপুরে মামলা করেন। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক ইয়ারব হোসেন আগামী ১৬ জুনের মধ্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন আহম্মেদ ও বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।
এজাহারে বলা হয়েছে, চার-পাঁচ মাস আগে মোবাইল ফোনে রনির সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় বাদীর। একপর্যায়ে রনি তাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৭ মে তাকে নিজ বাসায় ডেকে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। পরদিনও তারা ঘনিষ্ঠ সময় কাটান সে বাড়িতে।
বাদীর অভিযোগ, গত ১২ মে তিনি বিয়ের জন্য চাপ দিলে রনি তাকে মারধর করেন। তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের সম্পর্কের সব ছবি-বার্তা ডিলিট করে ফেলেন। এরপর তাকে হত্যার হুমকিও দেন।
এ ঘটনার পর ওই তরুণী মামলার সিদ্ধান্ত বলে জানান তার আইনজীবী।