খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মহানগরীর ছোট মির্জাপুর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ দিন আগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৫ মে) দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, পাঁচ দিন আগে ওই কলেজছাত্রী পিবিআই পরিদর্শক মাসুদের কাছে অনলাইনে ছবি ছড়িয়ে পড়া সংক্রান্ত বিষয়ে সহায়তা চাইতে আসেন। এরপর তাকে সহায়তার কথা বলে কাগজী হাউজের ওই কার্যালয়ে নিয়ে যায় মাসুদ। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে ডাক্তারি পরীক্ষার জন্য ওই কলেজছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।
ওসি হাসান আল মামুন জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে (ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়) তালা ভেঙে রবিবার অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিবার রাতে খুলনা সদর থানায় পিবিআই পরিদর্শক মাসুদের বিরুদ্ধে মামলা করেছেন।