পৌরসভার উপদেষ্টা হতে চান সংসদ সদস্যরা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

পৌরসভাগুলোতে সংসদ সদস্যরা (এমপি) উপদেষ্টা হতে চান। এজন্য তারা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন। উপজেলা পরিষদের ন্যায় সংসদ সদস্যদের পৌরসভায় উপদেষ্টা করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন এমপিরা।

বুধবার (১১ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্য সংসদের সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘জেলা বা উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবে সংসদ সদস্যকে রাখা হলেও পৌরসভার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা নেই।’

তিনি এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টির বাইরে রয়েছে মর্মে মত প্রকাশ করেন। এক্ষেত্রে রহস্য আছে কি-না সে বিষয়ে জানতে চান। তিনি উপজেলা পরিষদের ন্যায় সংসদ সদস্যদের পৌরসভারে উপদেষ্টা করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

- বিজ্ঞাপন -

তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কমিটি সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, ‘সংসদ সদস্যরা উপদেষ্টা হিসেবে জেলা, উপজেলা পরিষদে থাকলে, পৌরসভায়ও থাকা উচিত।’

বৈঠকে বালু মহাল ও জলমহালের সীমানা এবং বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বিত নীতিমালা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের প্রকল্পের চাকরিকালসহ পূর্ণ চাকরিকাল গণনা করে অবসরকালীন পেনশন ও আনুতোষিক সুবিধা আইন অনুযায়ী প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য আবুল হাসান মাহমুদ আলী, আ.স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও পনির উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!