এখন পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণিঝড় “অশনি” আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রবিবার (৮ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. মো. এনামুর রহমান বলেন, “ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে সৃষ্ট লঘুচাপটি আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখন এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।”
তিনি বলেন, “ঘূর্ণিঝড়টি ভারতের বিশাখাপত্নম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল অতিক্রম করতে পারে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “অশনির প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কোনো সম্ভাবনা নেই।”
এছাড়া, সিপিপি স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর কড়া নজর রাখছে এবং উপকূলীয় অঞ্চলে এ বিষয়ে সতর্কতা জারি করা হচ্ছে বলেও জানান তিনি।