মা
মাগো তোর মুখখানি
মনে পড়ে বার বার
সেই যে তুই চলে গেলি
আমায় তুই একা ফেলি
ফিরলি নাতো আর।।
নিকানো উঠান পড়ে আছে আজ
তোর চরনতল
পড়েনা সকাল সাঝ
তোকে ছাড়া ফাঁকা এ ঘর
ফিরে আয় আরেক বার।।
আজন্ম এই মা ডাকা মন
মিটাই কি দিয়া
বুকের মাঝে মুচরে উঠে
কাঁন্দে আমার হিয়া
তোরে ছাড়া বাঁচবো কেমন করে গো-
ও মাগো—
তোরে ছাড়া এ ভূবনে
ইচ্ছে নাই বাঁচার।।