ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর মেটজে অবস্থিত একটি মসজিদে ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
তুরস্কের অর্থায়নে ‘তার্কিশ ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার’ (ডিআইটিআইবি) মসজিদটি পারিচালনা করে আসছিল। খবর এনিউজ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মসজিদটিতে পর পর তিনটি ককটেল বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। বোমা হামলার পর মসজিদটিতে আগুন ধরে যায়।
মসজিদ কমিটির সভাপতি আলী দুরাক বলেন, ককটেল হামলার ফলে আগুনে পুড়ে গেছে মসজিদটি। এ ধরনের হামলার কথা আমরা চিন্তাও করতে পারিনি।
ফ্রান্সের তার্কিশ কমিউনিটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, দেশটিতে বর্তমানে মুসলিমবিরোধী, বর্ণবাদী ও জাতিবিদ্বেষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর এ ধরনের হামলা বেশি হচ্ছে।