ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্যে গত ১০ দিনে সারাদেশে মোটরসাইকেল-সংক্রান্ত দুর্ঘটনায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যানুসারে, নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি (৫১ জন) আরোহীর বয়স ১৫ থেকে ২০ বছরেরর মধ্যে।
ফাউন্ডেশন আরও জানায়, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে মোট ১৭৮টি সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে মোটরসাইকেল চালকের সংখ্যা ৩৬.৫৯%।
বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি মৃত্যুর কারণ, ঈদের যানজটে গণপরিবহনের বিকল্প হিসেবে মোটরসাইকেলের ব্যবহার। দুই চাকার এই বাহনগুলো দীর্ঘযাত্রার জন্য আদর্শ নয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এছাড়া, অনেকেই মোটরসাইকেল ঠিকমতো চালানো না শিখেই যাত্রীবহন করছে বলেও বিশেষজ্ঞরা জানান।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “জনগণকে গণপরিবহনের মাধ্যম হিসেবে মোটরসাইকেল ব্যবহার করতে বাধ্য করা হয়েছে। অনেকে তাদের গন্তব্যে সহজে যেতে পারলেও মোটরসাইকেল জীবনের জন্য হুমকির মতো।”
তিনি আরও বলেন, “গণপরিবহন ব্যবস্থাকে জনবান্ধব করা গেলে এসব মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করা যাবে।”