রাশিয়া থেকে আমদানিকৃত তেল-গ্যাসের ওপর আরোপ করা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিরোধী হাঙ্গেরি। সরকারের মুখপাত্র জোল্টান কোভাকস সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
জোল্টান কোভাকস বলেন, তেল ও গ্যাসে নিষেধাজ্ঞার বিষয়ে হাঙ্গেরির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা তাদের (ইইউ) সমর্থন করি না।
দুটি রাশিয়ান জীবাশ্ম জ্বালানির ওপর এ নিয়ে বর্তমানে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ইইউ কমিশন।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা এই সপ্তাহে বেশ কয়েকটি জরুরি আলোচনার করে রাশিয়ান গ্যাস ও তেলের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছানোর আশা করছেন।
রাশিয়ার জ্বালানী সরবরাহ বন্ধ করার বিষয়ে ইইউ ব্লকের ২৭ দেশের মধ্যে কোন ঐক্যমত নেই বলে জার্মানির অর্থনীতি মন্ত্রী রবার্ট হ্যাবেক জানিয়েছেন।
সম্ভাব্য তেল নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, অন্যান্য দেশগুলি এখনও একমত নয়। আমি মনে করি তাদের সিদ্ধান্তকে সম্মান করা দরকার। উদাহরণস্বরূপ, গ্যাসের ক্ষেত্রে আমরাও প্রস্তুত হব না।
রাশিয়া আগে থেকেই স্পষ্ট জানিয়েছে, বিদেশী গ্যাস ক্রেতাদের অবশ্যই নিজস্ব গ্যাজপ্রমব্যাঙ্কে রুবলে অর্থ প্রদান করতে হবে।
ইউরোপীয় দেশগুলি মস্কোর ব্যাংকিং প্রয়োজনীয়তা মেনে চললে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন হতে পারে বলে ইউরোপীয় কমিশন পরামর্শ দিয়েছে।