অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী দলগুলো।
আগামী বুধবার শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনে এ অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। সোমবার (২ মে) শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাবেগায়া (এসজিবি) নেতা সাজিদ প্রেমাদাসা এই ইঙ্গিত দিয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে অভিসংশন ও দেশটির সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে গত ১১ এপ্রিল আবেদন করেন সাজিদ প্রেমাদাসা।
কলম্বো পেজের খবর অনুযায়ী, গত শনিবার নিজ দল আয়োজিত এক কর্মসূচিতে প্রেমাদাসা বলেন, পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হতে পারে। আর বুধবার সে অধিবেশন শুরু হতে যাচ্ছে।
এদিকে গত ৩০ এপ্রিল পার্লামেন্টের ডেপুটি স্পিকার রঞ্জিত সিয়ামবালাপিতিয়া পদত্যাগ করেন। আগামী বুধবার পার্লামেন্টের অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করার কথা রয়েছে।
শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা (এসএলপিপি) ডেপুটি স্পিকার পদে দিলান পেরেরাকে মনোনীত করতে চাইছে। প্রধান বিরোধী দল এসজিবি তা চায় না।
ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কম। সে কারণে জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছে না দেশটি। ঘণ্টার পর ঘণ্টা মানুষ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন। মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়েছে। বাজারে পণ্য নেই। তাই কারফিউ উপেক্ষা করে মানুষ রাস্তায় রাস্তায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভে নেমেছে। বিক্ষোভ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি উঠেছে।