টাঙ্গাইলে দুই শতাধিক ঈদযাত্রী নিয়ে নৌকাডুবি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য গ্রামমুখী দুই শতাধিক ঈদযাত্রীকে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। নৌকাটি জেলার ভাওয়াল মির্জাপুর থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিল বলে জানা গেছে।

রবিবার (১ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ব্রিজ এলাকার ঝিনাই নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ মাস বয়সী এক শিশু এবং তার মাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে এতে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, রবিবার গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত হাজারখানেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে জেলার ভাওয়াল মির্জাপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাওয়ার জন্য চারটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে। প্রতিটি নৌকায় দুই শতাধিক যাত্রী ছিল। বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের টেস্ট পাইলের সঙ্গে একটি নৌকার ধাক্কা লাগে।

- বিজ্ঞাপন -

এতে তলায় ছিদ্র হয়ে নৌকায় পানি উঠতে শুরু করে। এ সময় যাত্রীদের হুড়োহুড়িতে ৬ মাস বয়সী এক শিশু এবং তার মা আহত হন। নদীতে স্রোত কম থাকায় স্থানীয়দের সহায়তায় আরোহীরা পাড়ে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনাকবলিত নৌযানটির যাত্রীদের উদ্ধার করান হয় দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি নৌকা দিয়ে।

সেটির মালিক কবির হাসান বলেন, ব্রিজের টেস্ট পাইলের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটির দুর্ঘটনা ঘটেছে। খবরটি শোনার পর দ্রুত এসে যাত্রীদের মধ্যে থাকা শিশুটিকে বাঁচাই। আর যাত্রীদের মালামালগুলো উদ্ধার করি।

তিনি জানান, এর আগেও তিনবার ব্রিজের এ পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। নদীর ভেতর থেকে পিলারটি সরানোর জন্য উপজেলা চেয়ারম্যানকে এলাকাবাসী অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে বাসাইল উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দুর্ঘটনাকবলিতদের দ্রুত সহায়তা করেছি। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!