মধ্য চীনের হুনান প্রদেশে একটি ভবন ধসে পড়ায় সেখানে অন্তত ২৩ জন লোক আটকা পড়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৯ জন। এরইমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে হুনান প্রদেশের চাংশা শহরে একটি হোটেল, একটি সিনেমা হল ও একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে।
হুনান প্রদেশের চাংশা শহরের মেয়রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং “যেকোন মূল্যে” ক্ষতিগ্রস্থদের সন্ধানের আহ্বান জানিয়েছেন। তিনি ভবন ধসের কারণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
শহরের মেয়র ঝেং জিয়ানসিনও বলছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে জোরেশোরে চলছে উদ্ধারকাজ।
এদিকে শহর কর্তৃপক্ষ বলছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধসে পড়া ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
প্রথমে ছয় তলা বলা হলেও পরে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, ওই ভবনটি আট তলা উঁচু ছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, দমকল কর্মীরা কংক্রিটের স্ল্যাবগুলো কাটছে এবং আটকে পড়া ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা অব্যাহত রেখেছে।
তবে এ বিপর্যয়ের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এরইমধ্যে ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ শুরু করেছে একটি অনুসন্ধান দল। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।