ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওডেসা বিমানবন্দরে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া এ হামলা চালিয়েছে এমনটি দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়া এখনো এ বিষয়ে মুখ খোলেনি।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরটির রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে এটি এখন পুরোপুরি অকার্যকর হয়ে গেছে।
এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওডেসায় মিসাইল হামলার কারণে, বিমান বন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ব্যবহার করা অসম্ভব।
এদিকে বন্দর শহর ওডেসায় খুব বেশি হামলা চালায়নি রাশিয়ার সেনারা। কিন্তু কয়েকদিন আগে এক রুশ কমান্ডার ঘোষণা দেন, তারা ইউক্রেনের পুরো দক্ষিণ ভাগ দখল করবে। ওডেসা ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত একটি শহর।
ইউক্রেনে হামলা করার পর ওডেসাকে এই হামলার বাইরে রাখলেও শহরটি দখল করার চিন্তা যে রুশ বাহিনী বাদ দেয়নি সেটিরই এখন জানান দিচ্ছে তারা।
ওডেসা বিমানবন্দর ধ্বংস করে দিয়ে সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের আরও কোণঠাসা করে দিল রাশিয়া।
সূত্র: রয়টার্স, বিবিসি