তুমি কি চিনতে পার?
হে কিষাণ-
তুমি কি চিনতে পার
তোমার বুকে নাঙ্গল চালিয়ে
ধান তুলে নেয় কাদের গোলায়?
হে মজুর-
তুমি কি জানতে পার
তোমার রক্তে হিম ধরিয়ে
তোমার রক্তে প্রাসাদ বানায়!
হে শ্রমিক –
তুমি কি জানতে পার
তোমার ঘামের দাম দিয়ে
দেশ বিদেশে ঘুরে বেড়ায়!
তাদের তুমি চিনে রাখ
শাসক শোষক বুর্জোয়া
তোমার রক্তে কত ঘাম হয়
তাদের এই কাজ হিসাব নেওয়া।
আর কত দিন তোমার ঘামে
চলবে তাদের মোটর গাড়ি
এইতো সেদিন ফুরিয়ে এল
জাগছে শোষিত নর-নারী।