সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশটির চাঁদ দেখা সংক্রান্ত কমিটিএ তথ্য জানিয়েছে। ফলে দেশটিতে রোববার ঈদ উদযাপিত হচ্ছে না।
রোববার ৩০ রোজা পূর্ণ করে সোমবার সৌদিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। রিয়াদের সঙ্গে মিল রেখে কাতার, আমিরাতসহ উপসাগরীয় দেশ গুলোতেও এদিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।
শনিবার আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনালঅ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, রমজানের শেষ দিকের অতিসরু চাঁদটি কোনো মতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে তারা। যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়ালমাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপন হবে মঙ্গলবার।