সংস্কারকাজের জন্য প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পর আগামী ২ মে থেকে রাতের ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘন্টা ফ্লাইট পরিচালনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) এ বিষয়ে একটি নোটাম (বিমানমানদের জন্য নোটিশ) জারি করেছে।
এ প্রসঙ্গে ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “সব এয়ারলাইন্সকে বিষয়টি জানানো হয়েছে। তারা সেই অনুযায়ী তাদের ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করবে।”
এর আগে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ও হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ের আলোকসজ্জার কারণে গত ১০ ডিসেম্বর থেকে ছয় মাসের জন্য মধ্যরাত থেকে ৮ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হওয়ায় ২ মে থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়সূচির পরিবর্তনের কারণে বিমানবন্দরে যাত্রীরা ট্রলি সংকট, চেক-ইন কাউন্টারে প্রচণ্ড ভিড়, ইমিগ্রেশন ও বোর্ডিং ব্রিজে যানজটসহ নানা সমস্যার সম্মুখীন হয়েছেন।