চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে ২৭ লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ব্যাংকের কর্মকর্তারা চুরির ওই ঘটনা জানতে পারেন । চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।
শাখার ব্যবস্থাপক এমএ হালিম ভূঁইয়া বলেন, “সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানালার গ্রিল কাটা এবং ভল্ট খোলা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে আমাকে ও পুলিশকে খবর দেন।”
জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, “ব্যাংকের দোতালা ভবনের পূর্ব পাশে জানালার গ্রিল কেটে একটি সংঘবদ্ধ চোরের দল ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা সিসিটিভির ক্যামেরায় কালো রং স্প্রে করে, যাতে তাদের শনাক্ত করা না যায়। পরে তারা প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যায়, যাতে কোনো প্রমাণ না থাকে।”
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, “পুলিশ ঘটনা তদন্ত করছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”