গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় ৩,২৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে মৃত্যু সংখ্যা ৬২ লাখ ২৮ হাজার ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮১৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ২৮ হাজার ৮৯ জন। আগের দিন বুধবার মৃতের সংখ্যা ছিল ৬২ লাখ ২৪ হাজার ৭৯০।
কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯২ হাজার ৭২২ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৪৯৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৬৫৪ জনে।