বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, মানুষ ভুল ত্রটির উর্ধে নয়। পবিত্র এই মাহে রমজানের রহমতের মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন অবস্থা সম্পন্ন মানুষের সম্পদে দুস্থদের হক রয়েছে। সবাই এগিয়ে এলে প্রান্তিক ও দুস্থ মানুষ ভালোভাবে জীবন যাপন করতে পারবে।
বুধবার বেলা ১১ টায় দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদীয়মান তরুণ সমাজ সেবক শেখ সাইফুজ্জামান এবং বাঁশতলী ইউপি সদস্য শেখ শফিকুজ্জামান সোহাগের আর্থিক সহায়তায় ১ হাজার ৫০০ দুস্থ’র মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী এনামুল বাশার বাচ্চু, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান প্রমুখ।