ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিলে ধান কেটে পাওয়ার টিলারে তোলাকে কেন্দ্র করে দুই গ্রামের দফায় দফায় সংঘর্ষে নায়েব উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।
মঙ্গলবার দুপুরে, লঙ্গন নদীর পূর্বপাড়ে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইলের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নায়েব শ্রীঘর গ্রামে শানু উল্লাহর ছেলে। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন এবং পুলিশ বলছে, বুড়িশ্বর ইউপির আশুরাইল গ্রামের জালাল মিয়া হাওর থেকে ধান কেটে নৌকায় করে অনিতপুরের চরে আসে। জালাল বাড়িতে ধান নিতে শ্রীঘর গ্রামের জুনাইদ মিয়ার একটি পাওয়ার টিলার (ছোট ট্রাক্টর) পাঁচশো টাকায় ভাড়া করে।
তবে কিছুক্ষণ পর হঠাৎ জুনাইদ যাবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। খবরটি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, হাওর থেকে ধানের আঁটি বাড়িতে নেওয়া নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন মারা গেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।