বাগেরহাটের রামপালে ওয়ার্ড ভিশনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে সুরক্ষা রক্ষায় শিশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের বাবুর বাড়ি সার্বজজীন দূর্গা মন্দির প্রাঙ্গনে হুড়কা ইউনিয়নের ৬০০ ও রামপাল সদর, বাঁশতলী, রাজনগর ইউনিয়নের মোট ৩৫৭০ জন দরিদ্র শিশুদের মাঝে শুভেচ্ছার উপহার হিসাবে এই ছাতা বিতরণ করা হয়েছে।
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুজন মল্লিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার। সুকান্ত হালদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন রামপাল ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নিউটন গমেজ, সাংবাদিক সুজন মজুমদার, ওয়ার্ড সদস্য সন্তোষ মল্লিক, মলয় মল্লিক, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি পূর্ণীমা মন্ডল, মাঠকর্মী অশোক মন্ডল, পলাশ ঘরামী, সিমি ইসলাম, লিংকন ঘরামী ও নিলীমা রাণী ঢালি প্রমূখ।
উল্লেখ্য, সোমবার ২৫শে এপ্রিল, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত শিশুদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।