নাটোরে মাদক মামলায় মোছাঃ ফেমালী বেগম নামে এক নারীকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন এই রায় দিয়েছেন।
আদালত সুত্রে জানাযায়,২০২১ সালের ৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় যাত্রিবাহি বাসে তল্লাশী চালায়। তল্লাশীকালে ঢাকাগামী যাত্রিবাহি কোচ এসপি পরিবহনের যাত্রি ফেমালী বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে এক পোটলায় হেরোইন উদ্ধার করা হয়।
এঘটনায় ফেমালী বেগমকে আটক করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) টেবিলের ৮(খ) ধারায় মামলা দায়ের করে। মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক স্বাক্ষ্য প্রমান শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার ফেমালী বেগমের বিরুদ্ধে উল্লেখিত রায় প্রদান করেন।