বরিশাল জেলার ১০ উপজেলায় ৪৫২টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রবিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে প্রেস বিফ্রিং করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমান উল আহসান।
জেলা প্রশাসক জানিয়েছেন, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৬ এপ্রিল সারাদেশব্যাপী এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন বরিশাল জেলার ১০ উপজেলার ৪৫২ জনকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হবে।
এ প্রকল্পে আরও এক হাজার ৪০৪টি ঘরের কাজ চলছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।
ঘরগুলো নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা করে।
এদিকে ঈদ উপলক্ষে বরিশাল বিভাগের ছয় জেলায় ঘর পাচ্ছে তিন হাজার ২১০ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৪৫২, পটুয়াখালীতে এক হাজার ৫৬, ভোলায় ৭০১, পিরোজপুরে ২২৮, বরগুনায় ৩৭৮, ঝালকাঠিতে ৩৯৫ জন উপকারভোগী রয়েছে।