করোনাভাইরাস মহামারি সৃষ্ট বৈশ্বিক মন্দা ও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেয়া দেয়ায় নিত্যপণ্যের দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে যারা কারসাজি করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সরকারপ্রধান।
ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের জন্য সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারও পর ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ এর ওপর আরও বেশি প্রভাব ফেলেছে।’
অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
ওই সময় দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘এই যুদ্ধের কারণে আপনারা জানেন যে, বিদেশ থেকে যে সমস্ত জিনিস আমরা আমদানি করি, সেগুলো আনা খুব কষ্টকর হয়ে গেছে; পাওয়া যাচ্ছে না। অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রপ্তানি করছে না। তারাও বিপদে আছে।’