কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভাডুবির ঘটনায় ১ নাবিক নিহত এবং আরও ২৭ নাবিক নিখোঁজ আছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া, এ ঘটনায় ৩৯৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের প্রথমে কৃষ্ণসাগর বহরের অন্যান্য জাহাজে সরিয়ে নেওয়া হয় এবং পরে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর সেভাস্তোপলে স্থানান্তর করা হয় বলেও জানানো হয়েছে।
গত ১৩ এপ্রিল রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের প্রধান যুদ্ধজাহাজ (মিসাইল ক্রুজার) মস্কভা ডুবে যায়। এরপর এ ঘটনায় গতকাল শুক্রবার এই প্রথম হতাহতের কথা নিশ্চিত করলো রাশিয়া।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইউক্রেন দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মস্কভা থেকে উদ্ধারকৃত বেশিরভাগ অফিসার, মিডশিপম্যান এবং নাবিক রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরে অন্যান্য জাহাজে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১২ হাজার ৪৯০ টনের মস্কভা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। সিরিয়ার যুদ্ধেও মিসাইল ক্রুজারটি মোতায়েন করেছিল রাশিয়া। মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।