মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের নতুন একটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২১ এপ্রিল) নতুন সহায়তা প্যাকেজটি ঘোষণা করে বাইডেন বলেন, এটি ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।”
পেন্টাগন জানিয়েছে, এই নতুন মার্কিন সহায়তা প্যাকেজের মধ্যে ৭২টি ১৫৫ মিমি হাউইটজার, ৭২টি সাঁজোয়া যান, ১ লাখ ৪৪ হাজার রাউন্ড গোলাবারুদ এবং ইউক্রেনের প্রয়োজনীয়তা মোকাবেলায় মার্কিন বিমান বাহিনীর দ্বারা সাম্প্রতিক সময়ে তৈরি করা ১২০টিরও বেশি “ফিনিক্স ঘোস্ট” কৌশলগত ড্রোন অন্তর্ভুক্ত আছে।
বাইডেন জানান, নতুন প্যাকেজটি ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির পূর্বে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।
“মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের মিত্ররা এবং অংশীদাররা ইউক্রেনের বাহিনীকে তাদের জাতিকে রক্ষা করার জন্য যে অস্ত্র প্রয়োজন তা সরবরাহ করবে,” বাইডেন বলেন।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা করেন, মার্কিন বন্দর থেকে রাশিয়া-অনুষঙ্গী জাহাজগুলো নিষিদ্ধ করা হবে এবং ইউক্রেনের ট্রেজারি ইউক্রেন সরকারের জন্য নতুন করে ৫০০ মিলিয়ন ডলার জমা করছে যাতে তারা বেতন ও পেনশন দিতে পারে এবং পরিষেবা সরবরাহ করতে পারে।
তিনি বলেন, “ইউক্রেনের সমর্থনে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যকার ঐক্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ‘একটি সুস্পষ্ট বার্তা’ পাঠাচ্ছে। তিনি কখনোই ইউক্রেনে আধিপত্য বিস্তার ও দখল করতে সফল হবেন না। এটি কখনোই ঘটবে না।”
এদিকে, এক টুইট বার্তায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বাইডেনের ঘোষণার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলেছেন, “আজকে এই সাহায্যের প্রয়োজন আগের চেয়েও অনেক বেশি! এটি আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষকদের জীবন বাঁচাবে এবং ইউক্রেনকে শান্তি পুনরুদ্ধারের কাছাকাছি নিয়ে আসবে।”
অন্যদিকে, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনীয় সৈন্যদের ইতিমধ্যেই এম৭৭৭ হাউইটজার চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কিছু নতুন সরঞ্জাম এই সপ্তাহান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছে দেওয়া হবে।
হাউইটজারদের প্রশিক্ষণে প্রসঙ্গে কিরবি বলেন, “ইউক্রেনীয় বাহিনীর পারফরম্যান্সে খুব ভালো এবং তারা খুব দ্রুত শিখছে।”