রাজধানীর উত্তর বাড্ডায় দোকান বসানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ভাই নিহত হয়েছেন। দুই ভাই গুরুতর আহত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম (৩০)। আহত হয়েছেন মো. বাবু মিয়া (১৮) ও সাবু মিয়া (১৪)।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সামিউল, খায়ের ও জুয়েলকে আটক করেছে।
সাইফুল ইসলামের খালাতো ভাই জাহিদুল ইসলাম জানান, উত্তর বাড্ডা সাঁতারকুল রোডের রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী সামিউল ও তার ভাইদের সঙ্গে কথা কাটাকাটি হয় সাইফুল ও তার দুই ভাইয়ের। এক পর্যায়ে সামিউল ও তার ভাইরা মিলে সাইফুলসহ তিন ভাইকে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সাইফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবু মিয়া ও সাবু মিয়ার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বাড্ডা থেকে ছুরিকাঘাতে আহত হয়ে তিন জন ঢাকা মেডিকেলে এসেছিল। এদের মধ্যে সাইফুল ইসলাম নামে একজন মারা গেছেন। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’