হাওড় এলাকায় পানির প্রবাহ ঠিক রাখতে নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে হাওড় এলাকায় যত সড়ক নির্মাণ করা হবে সবগুলোই হবে উড়াল সড়ক।
সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সচিবালয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পানি প্রবাহে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সেজন্য হাওড় এলাকায় আর কোনোভাবেই রাস্তাঘাট নির্মাণ করা যাবে না। এখন যে সড়কগুলো আছে, সেগুলো পরিদর্শন করে প্রতি আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণ করা যায় কি না সেটা দেখতে বলা হয়েছে। এছাড়া হাওড় এলাকার রাস্তা এখন থেকে এলিভেটেড করতে হবে, যদি কিছু হয়। যাতে করে পানি চলাচলে বাঁধা না আসে।”
তিনি আরও বলেন, “সিলেটের পানিটা মূলত অষ্টগ্রামের দিক দিয়ে নামে। মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে রাস্তাটা করা হয়েছে, সেগুলোতে কোনো এফেক্ট হলো কি-না সেটাও দেখতে বলা হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বছরে প্রায় ৫ হাজার মিলিমিটার বৃষ্টি হয় ওই এলাকায়। কিন্তু ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ১ হাজার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উপর থেকে পানি চলে এসেছে। প্রায় ৫ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।”