দক্ষিণ আফ্রিকার পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশে গত সপ্তাহে হওয়া ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪৩ জনে পৌঁছেছে। এছাড়া কোয়াজুলু-নাটাল প্রদেশে এখনও ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে রবিবার (১৭ এপ্রিল) একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
পূর্ব উপকূলীয় শহর ডারবানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি, পানি সরবরাহসহ আফ্রিকার ব্যস্ততম ডারবান বন্দেরের কাজও ব্যাহত হয়েছে। ভূমিধসে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়েছে। গৃহহীন হয়েছে অনেক মানুষ।
কোয়াজুলু-নাটাল প্রাদেশিক প্রধান সিহলে জিকালালা বলেন, “দ্রুত উদ্ধার, জীবন বাঁচানো এবং ক্ষয়ক্ষতির পরিমাপ করার দিকে মনোনিবেশ করা হয়েছে।”
তিনি বলেন, “উদ্ধার অভিযানে সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকার পুলিশ এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনী পাইলট এবং ক্রু মোতায়েন করেছে।”
জিকালালা বলেন, “বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে এবং বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিঘ্নিত হয়েছে। মোট ৮ হাজার ৩২৯ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, ৩ হাজার ৯৩৭টি সম্পূর্ণভাবে ধ্বংস এবং ১৩ হাজার ৫৫৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এই বন্যাকে জিকালালা প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে অভিহিত করেছেন।