ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তের ওপার থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়েছে। এজন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের পুরাতন ফসল রক্ষা বাঁধ উপচে পানি ঢুকছে।
স্থানীয়রা জানান, রবিবার (১৭ এপ্রিল) সকালের দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি হঠাৎ করে দেবে গেছে। এর ফলে পানি ঢুকে পড়ছে গ্রামে।
বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের কৃষক মিসবাহ উদ্দিন জানান, এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।
বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি দেবে গেছে, এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন। সকালের দিকে খবর আসে, ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে।
রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।’