সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টায় জিরাবো এলাকার ম্যাগপাই কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানার সপ্তম তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে কারখানার সপ্তম তলা থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে পুরো মেঝেতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিয়েছে।
ম্যাগপাই কম্পোজিট লিমিটেড একজন কর্মী বলেন আজ আমাদের কারখানাটি বন্ধ ছিল। শুধু মাত্র কাটিং ও সুইং সেকশন খোলা ছিল। ৭ম তলার স্টোরে কাটিং এর জন্য ফেব্রিক্স রিলাক্সে ছিল, তাতেই আগুন লেগেছে। হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর পুতিরাম মন্ডল বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। কারখানার সপ্তম তলায় গুদামে ঝুটের মালামাল রয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।