নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মালেকার বাপের দোকান এলাকায় ওই শিশুকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় মামলা করেন নিহত শিশুর খালু হুমায়ুন কবির। বেগমগঞ্জ থানায় করা এ মামলায় উপজেলার হাজীপুর এলাকার রিমন বাহিনীর রিমনকে প্রধান আসামি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বলেন, ‘‘শিশুটির খালু হুমায়ুন কবির বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’’
এর আগে বুধবার বিকেলে বেগমগঞ্জের ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী মাওলানা আবু জাহের (৪০) এবং তার কোলে থাকা শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে সন্ত্রাসী রিমন ও তার লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে জাহেরের শরীরে এবং তাসফিয়ার মাথা চোখ, মুখ ও পিঠে গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।