পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযেগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক মিথ্যে তথ্য অপপ্রচারের অভিযোগে রাসেল সরদার রাজ নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার বেইলি রোড এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় ।
সিটিটিসি সূত্রে জানা যায়, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি ‘জিহাদের তলোয়ার’ খুলে ধর্মীয় উগ্রবাদী মতবাদ ও উস্কানিমূলক মিথ্যা অপপ্রচার করে আসছিল। যার মধ্যে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচার। বিশেষ প্রাযুক্তিক সহায়তা ও গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে এ চক্রের অন্যতম সদস্য রাসেল সরদার রাজকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজতে থাকা ২টি মোবাইল ফোন ও ৪ টি সিমকার্ড জব্দ করা হয়।
সূত্র জানায়, গ্রেপ্তার রাজ ধর্মীয় উগ্র মতবাদ সম্বলিত পোস্ট ও ভিডিও দেখে প্রথমে প্রভাবিত হয়। পরে সে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামক একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেন। সেই সঙ্গে অন্যদেরও ওই সংগঠনে যোগদান করচে আহ্বান করেন তিনি।