বাগেরহাটের মোড়েলগঞ্জে ধর্ম নিয়ে ‘‘কটূক্তি’’ করার অভিযোগে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে, সোমবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ এনে নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের কৌশিক বিশ্বাসের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এ ঘটনায় কৌশিকের বাবা রমনী বিশ্বাস বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করে নাশকতার মামলা করেন । এই মামলায় এজাহার নামীয় ১৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এছাড়া, ফেসবুকে ধর্ম নিয়ে ‘‘কটূক্তিকর’’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একই গ্রামের আ: সত্তার হাওলাদারের করা মামলায় সোমবার রাতেই কৌশিক বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ।