পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনের লাঞ্চের আগেই বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮০ রানে। ফলে টেস্ট সিরিজে ২-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।
আজ ৩ উইকেটে ২৭ রান খেলতে নামা বাংলাদেশ টিকতে পেরেছে ঘন্টাখানেক।
দলীয় ৩৮ রানের মধ্যেই হারায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হককে। ৮ বলে ১ রান করে কেশব মহারাজের শিকারে পরিণত হন মুশফিক। ৫ রান করা মমিনুলও শিকার হন মহারাজের।
ইয়াসির আলী চৌধুরী রাব্বি তো রানের খাতাই খুলতে পারেননি। সিমন হারমারের বলে উইলিয়ামসকে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর লিটন দাসের ২৭ ও মেহেদী হাসান মিরাজের ২০ রানের পরও বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।
প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাত্র দুজন বোলার বোলিং করেছিলেন। এবারো তাই হলো। কেশব মহারাজ ও সিমন হারমার এবারো বাংলাদেশকে গুটিয়ে দিয়েছেন। মহারাজ এবারো নিয়েছেন ৭ উইকেট, হারমারের শিকার ৩ উইকেট।