রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় হাজারি বরশিতে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সোমবার (১১ এপ্রিল) ভোরে সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকার জেলে কোরবান সরদারের বরশিতে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সকালে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।
কোরবান সরদার বলেন, ভোরে পদ্মা নদীতে কয়েকজন মিলে মাছ শিকারে বের হই। ভোর ৫টার দিকে বরশিতে একটি ঝাঁকি দিলে বুঝতে পারি বড় কোনও মাছ ধরা পড়েছে। পরে বরশি টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বোয়াল মাছটি সকালে দৌলতদিয়া দুলাল মন্ডলের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে ১৭ হাজার ১০০ টাকায় কিনেছি। পরে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দেবো।