স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়রা মিলে এ সিদ্ধান্ত নেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ওবায়দ উল্লাহ বলেন, গত ৭ এপ্রিল সকালে বিদ্যালয়ে আসেন নির্যাতনের শিকার ছাত্রী। পরে পানি পানের জন্য টিউবওয়েলে গেলে ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন তাঁকে ডেকে রুমে নেন। এ সময় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর হাত ধরে টানাটানি ও ধস্তাধস্তির অভিযোগ উঠে। পরে চিৎকার শুনে বান্ধবীরা এগিয়ে এসে তাঁকে রক্ষা করে। বিষয়টি ছাত্রী তার অভিভাবকদের কাছে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।