বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। আর এ সময়ে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো বাংলাদেশে করোনায় মৃত্যুহীন। ২০২০ সালের ৫ এপ্রিলের পর একদিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন। তাদের নিয়ে বাংলাদেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন।
করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ১২৩ জন মারা গেলেন।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৬১০ জন। তাদের নিয়ে বাংলাদেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৪১৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে চার হাজার ৪৯১টি।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯৩৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ এক হাজার ৭৩৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৮১ হাজার ২০১টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ছয় শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।