ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কম্পানি বলছে, ক্রামাতোরস্ক ট্রেন স্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এ ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছে। ক্রামাতোরস্ক হলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টেশনগুলোর মধ্যে অন্যতম। দোনেস্কের গভর্নর বলেছেন, রকেট হামলার সময় স্টেশনে হাজার হাজার মানুষ ছিল। তারা ট্রেনে করে ওই এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছিলেন।
ইউক্রেনের রেল বিভাগের প্রধান বলেছেন, স্টেশনে দুটি রকেট আঘাত হেনেছে। পূর্ব ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে আনার অন্যতম প্রধান পথ হিসেবে ব্যাপকভাবে পরিচিত ক্রামাতোরস্ক।
শহরটি ছেড়ে যাওয়া ট্রেনের বিশদ বিবরণ স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। ফলে সেখানকার তথ্য রুশ বাহিনীর হাতেও থাকার কথা।
দোনেৎস্ক এলাকার গভর্নর বলেছেন, স্টেশনে রকেট হামলার পর বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি।