পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ আদালত। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, এ লক্ষ্যে সুপ্রিম কোর্ট আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন আহ্বান করতে বলেছেন।
‘প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সমাপ্তি ছাড়া অধিবেশন মুলতবি করা যাবে না,’ আদালতের রায়ে বলা হয়।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। রায়ে আদালত প্রেসিডেন্টের ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দিয়েছেন।
এর আগে পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাব গত ৩ এপ্রিল নাকচ করে দিয়েছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার। পরে ইমরানের পরামর্শে দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভিকে।
এ দুই সিদ্ধান্তের বিষয়ে গত ৫ দিন সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানি শেষে আজ প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এসব আদেশ দেন।
অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরান খানের জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলগুলো। একপর্যায়ে সরকারের শরিক বিরোধী শিবিরে যোগ দিলে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরানের নেতৃত্বাধীন সরকার।
এককভাবে জাতীয় পরিষদে ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সদস্য সংখ্যা ছিল ১৫৫ জন। সরকার গঠনে প্রয়োজন ১৭২ জন সদস্যের সমর্থন।