ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ১৮ হাজারেরও বেশ রুশ সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
কিয়েভের দাবি, চলমান যুদ্ধের ৪০ দিনের মাথায় ইউক্রেনে নিজেদের প্রায় ১৮ হাজার ৩০০ সেনা হারিয়েছে রাশিয়া।
সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনে এ পর্যন্ত ১৪৭টি বিমান, ১৩৪টি হেলিকপ্টার এবং ৬৪৭টি ট্যাংক হারিয়েছে।
কিয়েভের দাবি, রাশিয়ার কমপক্ষে এক হাজার ৮৪৪টি রাশিয়ান সাঁজোয়া যান, ৩৩০টি আর্টিলারি সিস্টেম, ১০৭টি রকেট লঞ্চ রকেট সিস্টেম এবং ৫৪টি বিমান বিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম ধ্বংস করা হয়েছে।
এছাড়াও রাশিয়ান বাহিনী আরও এক হাজার ২৭৩টি যানবাহন, সাতটি জাহাজ ও কাটার, ৭৬টি জ্বালানি ট্যাংক এবং ৯২টি ড্রোন হারিয়েছে বলে দাবি কিয়েভের।