তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পুলিশের দাবি, নিহত ফিলিস্তিনিরা সশস্ত্র ছিল এবং ভোরের দিকে বন্দুকযুদ্ধ নিহত হন। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে এ ঘটনা ঘটেছে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কার্যকলাপে জড়িত ছিল। এমনকি ভবিষ্যৎ-এ হামলার পরিকল্পনা করছিল বলে শনিবার বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি পুলিশ।
নিহতের ঘটনায় ফিলিস্তিন কর্তৃপক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসলামিক জিহাদি দলের বরাতে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, তাদের সশস্ত্র আল কুদস ব্রিগেডস শাখার তিন সদস্য ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খলিল তাওয়ালবেহ ২৪, সাইফ আবু লিবদেহ ২৫, এবং সায়েব আবরাহ ৩০।
ফিলিস্তিনের জরুরি বিভাগের সূত্রে জানিয়েছে, নিহত তিনজনের মরদেহ আটকে রাখে ইসরায়েলি বাহিনী। পরিবারের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানায়।