রুশ অভিযানের শুরু থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৫৩ শিশু প্রাণ হারিয়েছে। এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।
রাশিয়ার সেনাদের হামলায় নিহত শিশুদের মধ্যে বেশির ভাগই রাজধানী কিয়েভের। বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভে ৭৩ শিশু, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডোনেস্ক-এ ৬৫ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে ৪৬ শিশুর প্রাণ গেছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ চেরনেহিভ এবং মারিউপোল রুশ বাহিনী অবরুদ্ধ করে রাখায়, অনেক নিহতের হিসাব নেই। রুশ হামলা অব্যাহত থাকায় ইউক্রেনে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, যুদ্ধের কারণে ইউক্রেনের বহু শিশু দেশ ছেড়ে গেছে। দেশটির প্রায় ৪০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন। সংঘাত না থামলে শরণার্থীর সংখ্যা আরও বাড়বে। ইতোমধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন ইউক্রেনীয়রা।
সূত্র: আল জাজিরা।