বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৯ বিআরইউ’র শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা দাশগুপ্ত আশিষ কুমার।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ আরিফ সুমন, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য জিয়াউল করিম মিনার, মীর খলিলুর রহমান, টিটু দাস, এন আমিন রাসেল প্রমুখ।
এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮ টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ২৫ মার্চ কালরাতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাথে মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ নেয় এবং রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাকআউট কর্মসূচি পালন করে।