রাশিয়াকে থামাতে ইউরোপ দেরি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু একটু দেরি হয়ে গেছে…। একটা সুযোগ ছিল।’’
এছাড়া প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা থাকলে রাশিয়া হয়ত যুদ্ধে যেতে পারত না বলেও মনে করেন জেলেনস্কি।
ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।
এছাড়া নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন এটা যদি আগে ব্লক করা হতো তাহলে রাশিয়া গ্যাস সংকট তৈরি করত না।