ইউক্রেনে চার সপ্তাহের যুদ্ধে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোটের (ন্যাটো) এক শীর্ষ সামরিক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য, ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করা হয়েছে।
এদিকে, ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেননি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় ১,৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হচ্ছিল।
তবে বুধবার (২৩ মার্চ) পর্যন্ত পূর্ণ চার সপ্তাহের যুদ্ধে দেশটির একমাত্র খেরসন শহর নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সৈন্যরা। বন্দর নগরী মারিউপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।