শুল্ক-কর কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ করাতে হয় বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বলেন, “আপনারা কেন ঘুষ দিচ্ছেন? আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘুষ দেবেন না। যারা ঘুষ দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে।”
মঙ্গলবার (২২ মার্চ) আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় এভাবে ব্যবসায়ীদের সতর্ক করেন অর্থমন্ত্রী।
সভায় শুল্ক-কর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সভা অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রথম আলো।
ব্যবসায়ীদের কর প্রদানের আহবান জানিয়ে মুস্তফা কামাল বলেন, “আপনাদেরকে কর দিতে হবে, আপনারা যদি কর না দেন, তাহলে পদ্মা সেতু বা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। আপনাদেরকে দেশ ও নিজের স্বার্থে কর দিতে হবে।”
অর্থমন্ত্রী জানান, গত ১৩ বছরে দেশে রাজস্ব আয় বেড়েছে ৮ গুণ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে এনবিআরে রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। আর এক যুগের ব্যবধানে কর-জিডিপির অনুপাত ৯.১% থেকে বেড়ে ১০.৩% হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আয় বাড়লেও অর্থনৈতিক উন্নয়নের সাথে বিবেচনা করলে দেখা যাবে- সেই তুলনায় রাজস্ব আহরণে আমরা পিছিয়ে আছি। তবে এই অবস্থার পরিবর্তন সম্ভব। এর জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি-বাংলাদেশের রাজস্ব নীতি সারাবিশ্বে সমাদৃত হবে। আমরা সরাসরি করের প্রতি গুরুত্ব বাড়িয়েছি। যারা বেশি আয় করবেন, তারা তত বেশি কর দেবেন। এই নীতি আমরা অনুসরণ করি। এতে আমরা সফলতা পাচ্ছি।”