ক্যানাডায় একটি মসজিদে কুড়াল নিয়ে নামাজরত মুসল্লিদের উপর হামলাকালে এক ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা।
গত শনিবার (১৯ মার্চ) অন্টারিওর মিসিসাউগা এলাকায় ‘দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে’ ফজরের নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানায়, আক্রমণকারী যুবকের নাম মোহাম্মদ ময়েজ ওমর (২৪)। সশস্ত্র হামলাসহ ছয়টি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, হাতে কুড়াল ও ভাল্লুক তাড়ানোর স্প্রে (বেয়ার স্প্রে) নিয়ে মুসল্লিদের ওপর হামলা করতে উদ্যত হন এক তরুণ। তৎক্ষণাৎ এক মুসল্লি তার হাত থেকে কুড়ালটি কেড়ে নেন এবং এবং পুলিশ আসা অব্দি তাকে জাপটে ধরে রাখেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুসল্লি এবং মসজিদের ইমাম ইব্রাহিম হিন্দি জানান, নামাজ আদায়ের সময় হঠাৎই স্প্রে করা শুরু করে ওই যুবক। এরইমধ্যে সামনের সারি থেকে কেউ একজন পেছনে ফিরে তার হাত থেকে কুড়ালটি কেড়ে নেয়। বেয়ার স্প্রে থেকে কয়েকজন মুসল্লি সামান্য আহত হয়েছেন।
The attack on congregants at the Dar Al-Tawheed Islamic Centre is incredibly disturbing. I strongly condemn this violence – which has no place in Canada – and I’m keeping the community in my thoughts today. I also want to applaud the courage of those who were there this morning.
— Justin Trudeau (@JustinTrudeau) March 19, 2022
এ ঘটনার নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটবার্তায় বলেন, ‘দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে মুসল্লিদের ওপর হওয়া হামলার ঘটনা খুবই পীড়াদায়ক। আমি এই সহিংসতার তীব্র নিন্দা জানাই- কানাডায় এর কোনো জায়গা নেই- আর আমি আজ এই কমিউনিটির মানুষের জন্য প্রার্থনা করবো। সেখানে আজ সকালে যারা ছিল তাদের সাহসকে আমি অভিবাদন জানাই।’